রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা বীর-মাতাদের পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের ‘বীরাঙ্গনা সহায়তা কার্যক্রম’ এর উদ্যোগে বস্ত্র, অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার ২৭শে এপ্রিল সকাল সাড়ে ১১টায় উপজেলার চিকনমাটি ধনীপাড়া গ্রামে শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার মিলনায়তনে অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডিন ডঃ আবু মোঃ দেলোয়ার হোসেনের ব্যবস্থাপনায় বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় বীরাঙ্গনাদের বস্ত্র, অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আওরঙ্গজেব করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক মোঃ আনজারুল হক, অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়ক এবং শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন রহমান প্রমূখ।
বক্তারা বলেন- স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও বীরাঙ্গনা বীর মাতাদের স্বীকৃতি আজও মেলে নি। সরকার বীরাঙ্গনাদের স্বীকৃতি প্রদান করলে তারা রাষ্ট্রীয় সম্মানে জীবনের শেষ সময়টুকু বেঁচে থাকতে পারবেন। অপরাজেয় বাংলা ফাউন্ডেশন বেশ দীর্ঘদিন যাবৎ মহান মুক্তিযুদ্ধে নির্যাতিত বীরাঙ্গনাদের বিভিন্নভাবে সহায়তা করে আসছে।
ডোমারের স্থানীয় সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে সহায়তা হিসেবে ডোমার ও ডিমলা উপজেলার ১৬ জন বীরাঙ্গনাকে অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শাড়ি, নগদ অর্থ ও খাদ্য সহায়তা হিসেবে চাল, আটা, চিনি, সেমাই, দুধ প্রদান করা হয়েছে।