শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে নারীর অধিকার অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক যুক্ত প্রকল্পে হরিণচড়া ইউনিয়নে মানব কল্যাণ পরিষদ (এমকেপি’র) আয়োজনে যুক্ত প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪শে মে মঙ্গলবার সকাল ১১টায় হরিণচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বিএমজেট’র আর্থিক সহযোগিতায় এবং নেটজ্ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা, ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ডোমার কৃষি উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বাহাউদ্দীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজির হোসেন, সাংবাদিক নুরকাদের সরকার ইমরান, ইউপি সদস্য,লুৎফর রহমান, আজিজুল ইসলাম, মাহবুবুর রহমান, তরিকুর ইসলাম, সপিকুল ইসলাম সফি, আব্দুল করিম, বনমালী রায়, সংরক্ষিত মহিলা সদস্য প্রতিমা রানী রায়, রেনুকা রানী, মানব কল্যান পরিষদের ফিল্ড ফ্যাসিলেটর রানি বেগম, মানব কল্যান পরিষদের হরিণচড়া ইউনিয়ন ও গ্রাম সমিতির সদস্য বৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহ, নারী নির্যাতন,স্বাস্থ্য, ইউনিয়ন পরিষদের সেবা, কৃষি সেবা, বিভিন্ন সামাজিক সমস্যা সমাধান, প্রণয়ন ও বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।