মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
বলিপাড়া বাজার ব্যবসায়ীদের মানবিক সহায়তা করলেন বলিপাড়া জোন ৩৮ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার ৪ঠা ফেব্রুয়ারি বিকেল ০৪ঃ০০টা সময় ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন আয়োজনে বলি পাড়া বাজার ব্যবসায়ীদের পরিস্কার পরিচ্ছন্ন রাখা নিরাপত্তা জন্য ডাস্টবিন ট্যাংকি গরীব অসহায়দের মাঝে ঢেউ টিন, শিক্ষা উপবৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মোঃ শরীফ উল আলম।
উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মোঃ মুন্সি ইমদাদুর রহমান, সদস্য, বান্দরবান জেলা পরিষদ, বাজার চৌধুরী, বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নাইতিং মৌজার হেডম্যান বাশৈচিং মারমা, সভাপতি,বাজার পরিচালনা কমিটি, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ বলি পাড়া শাখা, মেম্বার, বলিপাড়া ইউনিয়ন পরিষদ, অংশিংম্যা মারমা, মেম্বার, বলি পাড়া ইউনিয়ন পরিষদ, সজল কর্মকার, বলিবাজার ব্যবসায়ীও জনসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।