সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ‘বার্ষিক প্রতিনিধি সভা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের পুরাণ বাজারস্থ শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন করতে সরকারসহ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে। সভার শুরুতে গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিদ্যাভ‚ষণ চক্রবর্তী ও স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য রনজিত ধর রন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য জ্যোতির্ময় দে মতি, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য স্বরদিন্দু চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাবেক যুগ্ম সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব, উপজেলা যুব ঐক্যের সহ সভাপতি বিজয় দে, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, ্উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব, সাধারণ সম্পাদক রাসেন্দ্র দাশ রাজীব।
বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহঃ সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু, যুগ্ম সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভু, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পূজা বিষয়ক সম্পাদক সুমন দেব, সদস্য নিশি পাল, দিপক দাশ, রঞ্জু মালাকার, রনজিত দাশ রঞ্জু, এবার উপজেলা ও পৌর এলাকায় অনুষ্ঠিত ২৩টি সার্বজনীন ও ২টি ব্যক্তিগত পূজামন্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন মলয় সোম চৌধুরী, শশাংক বৈদ্য, বিজয় দে, কানু রঞ্জন দে, বিজিত সরকার, প্রভাত সরকার, রানু মালাকার, অকিল বৈদ্য, অশক বৈদ্য, শুভরাজ চন্দ, সুব্রত চন্দ্র দে, রিপন দাশ, তন্ময় দাশ পুরকায়স্থ, অজিত দাশ, বিপ্লব দেব, শিল্টু বৈদ্য, পবিত্র রঞ্জন দাশ, কালাচান্দ বৈদ্য, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্র ঐক্যের সভাপতি মিল্টন দাশ।
এসময় সভায় উপস্থিত ছিলেন, করনা বৈদ্য, প্রনবীর ভ‚ষণ পাল নিলু, সুমন কর, রবিন্দ্র মালাকার, নিত্যানন্দ দাশ, পলাশ বৈদ্য, অপূর্ব দেবনাথ, চন্দন কুমার দাশ, অজিত চন্দ্র দেব, অনন্ত বৈদ্য, ভ‚ষণ মালাকার, নগেন্দ্র মালাকার, নির্মল দাশ, শ্রীকান্ত সরকার, শান্ত বৈদ্য, অনিক বৈদ্য, সঞ্জিত বৈদ্য, জয়ন্ত বৈদ্য, ময়না বৈদ্য, অসিম দাশ, জ্যোতিশ চন্দ্র দাশ, শেকর কর, সুব্রত মালাকার, অকিল চন্দ, সহদেব মালাকার, বিশ্বজিত মালাকার, সুরঞ্জিত বৈদ্য, অজিত বৈদ্য, জয় বৈদ্য, অমিত ঘোষ, বাবু লাল দাশ, প্রবীর কান্ত দে, উত্তম কুমার দেব, বিশাল দাশ, বিজিত দাশ, রূপম দাশ, অজয় সিংহ, নিতেশ দাশ, নান্টু কুমার দে, টপেশ বৈদ্য, নরোত্তম নাথ, রবিন্দ্র পাল, বিল্পব দেব, রাকু মালাকার, পল্বব দেবনাথ, জয় দেবনাথ, কুমুদ রঞ্জন চন্দ, রমা কান্ত দাশ, শিমুল দাশ, সঞ্জয় কান্ত দে, হরিবল মালাকার, সুবিনয় বৈদ্য, সুরঞ্জিত দাশ প্রমুখ নেতৃবৃন্দ।