বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব-১৭)-২০২২‘র ফাইনাল খেলাঅনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি করকত উল্লাহ, ধুনটে থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী সহঃ সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আশরাফ আলী, এলা়ংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুই দল অংশগ্রহণ করেন তারা বলেন এলাংগী ইউনিয়ন পরিষদ বনাম ধুনট পৌরসভা। চূড়ান্ত খেলায় এলাংগী ইউনিয়ন পরিষদ বিজয় লাভ করেন।