বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ী মনোয়ারা নিজামীয়া দাখীল মাদ্রাসা আয়োজিত নাটাবাড়ী মনোয়ারা নিজামী দাখীল মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নাটাবাড়ী মনোয়ারা নিজামীয়া দাখীল মাদ্রাসা় মাঠ প্রাঙ্গনে। নাটাবাড়ী মনোয়ারা নিজামীয়া দাখীল মাদ্রাসার সভাপতি ও গোশাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, সাবেক চেয়ারম্যান মঈনুল হাসান মুকুল, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, অবসর প্রাপ্ত পুলিশ সুপার ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান দুলাল, এ্যাডঃ মোসলেম উদ্দিন লিটন, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, মাদ্রাসার সহঃ সুপার আল আমিন, সহকারী শিক্ষক ইয়াছেক আরাফাত ছালাম, ইছাহাক উদ্দিন, ইউপি সদস্য আব্দুল বারীক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।