শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে (০৮ জানুয়ারী)২০২৫ইং বুধবার সকাল ১০ ঘটিকার সময় ধুনট সরকারি নইম উদ্দিন পাইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক তফিজ উদ্দিন প্রামাণিক, গ্ৰাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মুনছুর পাশা, উপজেলা জামায়াতী ইসলামের আমির আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংবাদিক রফিকুল আলম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন নোমান প্রমূখ।
পরি শেষে ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন ও মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।