বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ বগুড়া – ৫ (শেরপুর – ধুনট ) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনুর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩ ঘটিকার সময় সোনাহাটা ডিগ্ৰী কলেজ মাঠ প্রাঙ্গণে। নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত নাছিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বগুড়া-৫ আসনের নৌকার প্রার্থী ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব মজিবর রহমান মজনু, সহ-সভাপতি এডভোকেট আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ অপেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন,বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিকে সহধর্মিণী মারিয়া নবী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান।
নিমগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, বর্তমান চেয়ারম্যান সনিতা নাসরিন, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মুনজু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।