বুধবার, ০৯ Jul ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ইছামতী নদীতে থেকে নবজাতকের লাশ উদ্ধার কিশোরগঞ্জকে গ্রীন ও ক্লিন কিশোরগঞ্জ গড়তে চাই- নবাগত ইউএনও নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নির্মাণ তারাগঞ্জে একই ব্যক্তির ৬ গরু চুরি নড়াইলে এক গৃহবধূর তিন সন্তান জন্ম ধুনটে বসতভিটা অবৈধ দখল চেষ্টায় থানায় অভিযোগ আবু সাঈদের রক্তের সাথে বেইমানী করবেন না- এটিএম আজহার ফুলবাড়ীর দৌলতপুরে জমি জমার বিরোধে মারপিট ১৭ বছর পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা জুলাই বিপ্লবী শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও আলচনা ত্রিশালে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল পুকুরে জলঢাকায় এক শিক্ষার্থীকে বাইসাইকেল দিলেন ইউএনও কর্মীবান্ধব সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করছেন জাহিদ হোসেন তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ কুমিল্লায় র‌্যাবের হাতে মাদক সহ গ্রেপ্তার ২ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ গ্রেপ্তার ১ নির্মান কাজ শেষ হতে না হতেই ভেঙ্গেছে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি পণ্য মূল্যহীন কেন!

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
সুজলা সুফলা শষ্য শ্যামলা আমার দেশের প্রান্তিক কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে মূল্যহীন কেন! বিশ্বে কৃষি পণ্যের ব্যাপক চাহিদা থাকা স্বত্তেও আজ আমরা হতাশ। এখন সময় এসেছে আন্তর্জাতিক বাজারে আমাদের অবস্থান তুলে ধরার। এজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ জুন) রংপুরের পীরগাছা উপজেলা কৃষি অধিদপ্তর কতৃক আয়োজিত, কৃষক প্রশিক্ষন পার্টনার কংগ্রেস ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার কৃষি উৎপাদন ব্যবস্থা সুরক্ষিত করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছেন। কিন্তু পণ্য উৎপাদন বৃদ্ধি করলেই কি আমাদের দায়িত্ব শেষ? শুধু পণ্য উৎপাদন করলেই হবেনা, উৎপাদিত পণ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ ভোক্তাদের ভোগের নিশ্চয়তাও দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে, জেলা পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় বলেন, আমাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ সমস্যার সমাধান কৃষক চাষীদের হাতেই। কৃষক সচেতন নাহলে উৎপাদন বৃদ্ধির ফলাফল অংশীদারত্বমূলক হবে না। সেক্ষেত্রে কৃষি আমাদের দেশে অলাভজনক পেশা হিসাবে থেকেই যাবে। যেমন এবছর আলুর বাম্পার ফলন হয়েছে কিন্তু কৃষক পর্যাপ্ত দাম পাচ্ছেনা। কারণ আন্তর্জাতিক বাজারে আলু, টমেটো, বেগুন, ফুল কপি, বাধাকপি সহ অন্যান্য কৃষি পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও আমরা দিতে পারছি না কেননা আমাদের উৎপাদিত কৃষি পণ্যের গ্রেড/ মান নাই।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে; অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক-কৃষাণী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সভাপতি বলেন, পুষ্টি, উদ্যোক্তা তৈরি, টেকসই কৃষি ও জলবায়ু সহনশীলতা নিয়ে বিস্তারিত ধারণা দেন। স্থানীয় কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরণের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যোন) কৃষিবিদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মুকিত বিন লিয়াকত। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন আক্তার, পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।

উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায়, বক্তারা বলেন দেশের কৃষিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘GAP’ এর সাথে কাজ করছে, Gap হলো-Good agriculture practice. কৃষকদের Global Gap Certificate থাকলে আন্তর্জাতিক বাজারে দেশের কৃষি পণ্য / সবজি পাঠানো সম্ভব। দিনব্যাপী এই অনুষ্ঠান কৃষক -কৃষাণীদের মাঝে নতুন করে আগ্রহের জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com