রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডার বাড়ী ইউনিয়নের শহরাবাড়ী গ্ৰামের সফল কৃষক শফিকুল ইসলাম তার ১৪ শতক জমিতে এক কেজি দেশি জাতের পেঁয়াজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন।
দেশী জাতের পেঁয়াজের বীজ কার্তিক মাসের ১৫ তারিখে শহরাবাড়ী গ্ৰামের যমুনা নদীর তীর জমিতে রোপণ করেন। রোপনের ১ মাসের মধ্যে পিঁয়াজের চারা বাছাই করে তুলে ৩০ হাজার টাকা বিক্রয় করেন।
জমি থেকে পেঁয়াজের ঘোন চারা উত্তোলন করে বিক্রয় করে। বাদবাকী পেঁয়াজের তারা সার পানি নিরানী দিয়েছেন চৈত্র মাসের মাঝামাঝি জমি থেকে উত্তোলন করা যাবে। এতে কৃষক শফিকুল ইসলাম বাম্পার ফলনের আশা করছেন।
জমিতে যে পরিমাণ পেঁয়াজ দেখা যাচ্ছে তাতে ১৪ শতক জমিতে ৪০ মন পেঁয়াজ পাওয়া যাবে বলে তিনি আশা করেন। কৃষক শফিকুল ইসলাম বলেন ১৪ শতক জমিতে দেশী জাতের পিঁয়াজ চাষ করতে প্রায় ১২ থেকে ১৪ হাজার টাকা খরচ হয়েছে।
পেঁয়াজের বীজ রোপণ করার ১ মাসের মধ্যেই পোল পিঁয়াজ বাজার জাত করে ভালো অংকের টাকা পেয়েছি। তিনি আশা করেন আবহাওয়া অনুকূলে থাকলে আমার এই জমি থেকে এক থেকে আরো দেড় লক্ষ্য টাকার পেঁয়াজ বিক্রয় করা যাবে। তিনি আরও বলেন সরকারি ভাবে বীজ ও সার এবং সহযোগিতা পেলে আরো বাম্পার ফলন করা যেতো।
কৃষক শফিকুল ইসলাম দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান মনিরকে বলেন, উপজেলা কৃষি অফিস থেকে উন্নত প্রযুক্তি সম্পর্কে আমাকে অবহিত করলে এবং কৃষি অফিস থেকে উন্নত বীজ সার পেলে যমুনা নদীর চরে পিঁয়াজ, আলু, মরিচ, কালায়, বাদাম, ভূট্টা বাম্পার ফলন করা যাবে।