রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
সজিব মিয়া- নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাতরা।
রবিবার ৩রা জুলাই ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামের রাজিয়া সুলতানা(৪০) ও তার ছেলে ২য় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। আউয়ালের বাড়িতেই থাকতেন দুজন।
সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারণা, রাতের কোন এক সময় তাদের গলাকেটে হত্যা করে পালিয়েছে হত্যাকারীরা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান- রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড এখনি বলা যাচ্ছে না।