মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রেশনিং ব্যবস্থা কর চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা ওয়ার্কার্স পার্টি । শনিবার (১৯ মার্চ) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা।
এসময় বক্তব্য রাখেন- জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন কুমার রায়, সাধারণ সম্পাদক অবিদ হোসেন, সদর উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ভক্তিরঞ্জন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ওয়ার্কার্স পার্টির রুহুল আলম, কৃষক সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব অধিকারী, যুব মৈত্রী উপজেলা সাধারণ সম্পাদক নির্মল রায় সহ আরো অনেকে।
এর আগে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।