শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে মাদক সেবনের দায়ে জিএম জাকির আলী(২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে শহরের শাহীপাড়ার জোবায়েদ আলীর ছেলে।
বৃহস্পতিবার ২রা জুন শাহীপাড়ার পুরাতন শিশু একাডেমীর ভবনের পিছনে গাঁজা সেবনের সময় তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমুখ।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন- জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম-পিপিএম) স্যারের নির্দেশে পরিচালিত মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযানের অংশ হিসেবে আজকে গাঁজা সেবনের সময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯/১ (গ) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়। এছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।