সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ১৩৫ জন নব-নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন শাহ্, বীর মুক্তিযোদ্ধা রানা বারী,এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসপাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হেদায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ শরীফ এবং সহকারী শিক্ষা অফিসারগণ।
শুরুতেই নব-নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।