শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে পরিবেশ অধিদপ্তর শব্দ দূষণ প্রতিরোধে ৭টি ট্রাক ও কাভার্ড ভ্যানকে ১৩ হাজার টাকা জরিমানা। শব্দ দূষণকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নড়াইলে পরিবেশ অধিদপ্তর-১ নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান- সোমবার ২৫শে সেপ্টেম্বর রাতে নড়াইল পরিবেশ অধিদপ্তর নড়াইল-যশোর সড়কে শহরের ঘোপাখোলা মোড়ে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় এসব পরিবহন থেকে ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ড্রাইভারকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন নড়াইলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে মোবাইল কোর্টে নড়াইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় ড্রাইভার ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com