বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রামভদ্রপুর উত্তর পাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীনের প্রতিপক্ষরা জোরপূর্বক বাড়ী দখলের চেষ্টা ও ভাংচুর করেন।
এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের মো. আনিছুর রহমান(৫৮), পিতা. মৃত. ছেফাতুল্ল্যা সরকার, মো. রাজু আহম্মেদ(৩৫), মো. রঞ্জু আহম্মেদ(৩৮) উভয়ের পিতা. আনিছুর রহমান, মো. ফারুখ হোসেন(২৪) পিতা হাবিবুর রহমান, মো. তসলিম উদ্দীন(৪৫) পিতা. আব্দুল জব্বার গংরা গত (৯ আগস্ট)২০২৪ইং তারিখে দুপুর সাড়ে ১২টায় বেশ কিছু লোকজন নিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে জয়নাল অবেদীন এর বাড়ীতে জোর পূর্বক দখল করার চেষ্টা করেন। দখল করতে না পেরে বাড়ীতে ব্যাপক লুটপাট ও ভাংচুর করে ও অফুরন্ত ক্ষতিসাধান করে। বাড়ীতে থাকা ২৫ সিসি’র মটর সাইকেল নিয়ে গিয়ে আগুন ধরে জ্বালিয়ে দেন। এ তে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়। বাড়ীর মালামাল বের করে প্রতিপক্ষরা আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনায় মোঃ আনিছুর রহমান, ফারুখ হোসেন ও মোঃ মিলনকে দেশীয় অস্ত্রসহ এবং হুকুম দাতা ফিরুজ্জামানকে হাতে নাতে আটক করে আইনপ্রয়োগকারী সংস্থা। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তির নিকট মুসলেকা নিয়ে ছেড়ে দেন। এই ঘটনায় জয়নাল আবেদীন এর স্ত্রী মোঃ নুর নাহার বেগম(৫৫) আহত হলে ঐ দিনেই তাকে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। ফুলবাড়ী থানার কার্যক্রম বন্ধ থাকায় মামলার ইজাহারকারী জয়নাল আবেদীন অভিযোগ করতে পারেনি। গত (১৯ আগস্ট)২০২৪ইং ৯ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার নং-০৮, তারিখ-১৯/০৮/২০২৪।
জয়নাল আবেদীন জানান, প্রতিপক্ষরা গত (৯ আগস্ট) ২০২৪ইং তারিখে কোট আন্দোলনের মধ্যে দলবদ্ধ হয়ে তারা আমার বাড়ীতে এই ঘটনা ঘটায়। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মামলা হয়েছে।
যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com