মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের উদ্দ্যেগে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন মৌসুমে উফসী উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণের উদ্বোধন।
গতকাল বুধবার(১৮ জুন) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কৃষকদের মাঝে বক্তব্য রাখেন। তিনি বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে সরকার আপনাদের মাঝে সব রকম সহযোগীতা করে যাচ্ছে।
আপনারা এই সার ও বীজ সঠিক ভাবে ব্যবহার করবেন। সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ শাহানুর রহমান। এছাড়াও কৃষি অফিসের সকল কর্মকর্তা- কর্মচারী, কৃষক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর।