শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩০ সাল সুষ্ঠু ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার জানে আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর সভার মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, তদন্ত মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, প্রভাষক আনিসুর রহমান, ইমরুল কায়ুম সেলিম, মহসীন আলম মুন্ট, উপজেলা দপ্তরের প্রধানগণ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পহেলা বৈশাখে জাতীয় পতাকা উত্তোলন, বাংলার ঐতিহ্যবাহী ডুলি, পালকী নিয়ে মঙ্গল শোভাযাত্রাসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com