শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা’র আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৮শে এপ্রিল বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, বাংলাদেশ প্রেসক্লাব ডোমার উপজেলা শাখা’র সভাপতি জাবেদুল ইসলাম সানবীমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান ও সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোনা মনি কলি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম, আমন্ত্রিত অতিথি, ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি
অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)মন্জুরুল হক চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মাইনুল হক, ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, ডোমার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারায় আওয়ামী লীগের সভাপতি শহিদ আহমেদ শান্তুু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা, বাংলাদেশ প্রেস ক্লাব নীলফামারী জেলা শাখার রাজু আহমেদ প্রমূখ।বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক, মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতী মাহমুদ বিন আলম।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমকে সম্মাননা স্মারক তুলেদেন বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সদস্যরা।
তিনি বলেন- আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে দীর্ঘ প্রায় আড়াই বছর ডোমার উপজেলায় দক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে গিয়ে আমাকে অনেক কঠোর অবস্থান নিতে হয়েছে। এতে করে আমার অজান্তে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও আমার জন্য দোয়া করবেন।