বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
এন.সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধি.
“দক্ষ যুব গড়বে দেশ-বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।জাতীয় যুব দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বুড়িচং উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাছেল সারোয়ার, ইউ আর সি মোস্তফা কামাল, ওয়াইকস যুব সংগঠনের পক্ষে মহিলা বিষয়ক সম্পাদিকা লিজা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার কাজী মোঃ মুজিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মাহবুবুল আলম, হিসাব রক্ষক মো. তোফাজ্জল হোসেন, আলোকিত যুব উন্নয়ন সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. সেলিনা আক্তারসহ বিভিন্ন দপ্তর ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে দেশ গঠনে যুবদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদা আক্তার। শপথ শেষে গবাদি পশুর উপর ট্রেনিং প্রাপ্ত ৩০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ৬ জনকে ৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।