শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাসূল (সাঃ) প্রেমি মুসলিম জনতা।
শুক্রবার জুম্মাবাদ বিক্ষোভ মিছিলটি উপজেলা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়।এসময় বক্তারা বলেন- বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সাঃ)কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ)-কে কটূক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে।একই সঙ্গে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহবান জানান তারা। বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।