শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়- রবিবার সম্পর্কের দাদা কর্তিক নাবালিকা নাতনীকে ধর্ষনের আভিযোগে ডাসার থানায় ধর্ষন মামলা করেন ধর্ষিতার বাবা।মামলায় উল্লেখ করেন, ডাসার উপজেলার আইসার গ্রামের মৃত ফয়জুর শেখের ছেলে আব্দুল শেখ(৫৫) সম্পর্কের নাতনী(১২)কে বিভিন্ন সময় উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল।
গত বুধবার সকালে ঘরে কেউ নাই দেখে ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে নাবালিকা নাতিনকে জোর করে ধর্ষন করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি প্রদান করে দাদা।
ধর্ষণের ঘটনায় ধর্ষিতা অসুস্থ্য হয়ে পড়লে পরিবরের জেরার মুখে সবাইকে ঘটনা টি জানায়। এ ঘটনা এলাকায় যানাযানি হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল শেখকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ।
ডাসার থানার এসআই অখিল রায় বলেন- ধর্ষিতার বাবা থানায় একটি ধর্ষন মামলা করলে আমরা আসামী আব্দুল শেখকে গ্রেফতার করে আদালত পাঠাই, আদালত আসামিকে জেল হাজতে পেরন করেন।