শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মানব সেবাই স্বপ্ন গ্রুপ ফেসবুক বন্ধুদের অর্থায়নে সিরাজগঞ্জ উল্লাপাড়া থানাধীন পূর্ণিমাগাতি ইউনিয়নের ঘিয়ালা গ্রামে বাবু হোসেনের মেয়ে প্রতিবন্ধী শিশু মোছাঃ ববিতা(১২)কে একটি হুইল চেয়ার প্রদান হয়।
সোমবার ৩০শে মে দুপুরে এই অসহায় হতদরিদ্র পরিবারের শিশু কন্যা কে হুইল চেয়ার প্রদান করেন মানব সেবাই স্বপ্ন গ্রুপের সদস্য বিন্দু।
এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন,জেলা বিশেষ শাখার ডিআইও ১ মোঃ আব্দুর রহিম, জেলা বিশেষ শাখার ডিআইও ২ সুকুমল দেবনাথ,মানব সেবাই স্বপ্ন গ্রুপের এডমিন পুলিশ সদস্য ডি এস বি- শামীম রেজা, ইসমাইল হোসেন, শোয়েব আহমেদ ,আব্দুল মমিন কলি ইমরান হোসেন।
এসময় শামীম রেজা বলেন- আমি আমার ডিউটির পাশাপাশি সিরাজগঞ্জ জেলার সকল অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের মানিক কাজ করে আসছি তার ভিতর উল্লেখ বিভিন্ন প্রে সেন্টের জন্য ব্লাড সংগ্রহ করে থাকি প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সহযোগিতা করে থাকি বিভিন্ন মাদ্রাসায় পবিত্র কোরআন শরিফ বিতরণ করে আসছি।
তিনি আরও বলেন- এগুলো অর্থ আমার ফেসবুক বন্ধুদের আমি শুধু মাধ্যম। আল্লাহ যতদিন আমাকে বাচিয়ে রাখবে এ ধরনের মানিক কাজ করে যাবো ইনশাল্লাহ।