মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে পঞ্চম সপ্তাহের সেরা রিপোর্টে পুরস্কার পেলেন প্রিন্ট-অনলাইন ক্যাটাগরিতে ডেইলি অবজারভার এর লাবনী ইয়াসমিন লুনি এবং ভিজুয়ালে প্লাস টিভির ফেরদৌস জয়।
এ সপ্তাহের সেরা রিপোর্ট প্রিন্ট-অনলাইনে “গো-খাদ্যের দাম বৃদ্ধি, দুধের উৎপাদন কমে যাওয়ার শঙ্কা” এবং ভিজুয়ালে “জরাজীর্ণ অবস্থায় পরে আছে রংপুরের বক্ষব্যাধি হাসপাতাল” শিরোনামে রিপোর্ট দুটি দুই ক্যাটাগরীতে সেরা হিসেবে নির্বাচন করেছেন প্রতিযোগিতার জুরি বোর্ড।
জুরি বোর্ডের সদস্যরা হলেন- রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ ও বিএমএসএফ এর রংপুর জেলা কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা।
শনিবার ২৮শে মে রাত ৮টায় রিপোর্টার্স ক্লাব রংপুর এর কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিদের মধ্যে থেকে সেরা দু‘টি রিপোর্ট নির্বাচন করে সংশ্লিষ্ট রিপোর্টারের হাতে বিজয়ী প্রাইজবন্ড তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা।
রিপোর্টার্স ক্লাব রংপুর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে সাংবাদিকদের রিপোর্টিং মানোন্নয়নে প্রতি সপ্তাহের সেরা রিপোর্টের ভিত্তিতে পাঁচ সদস্যের জুরি বোর্ড তাদের রিপোর্টের মধ্য থেকে সেরা নির্বাচিত করেন। এ সপ্তাহে নিজেদের রিপোর্ট সেরা হিসেবে স্থান পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ীরা।
জুরি বোর্ড ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন- রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর এই উদ্যোগ গণমাধ্যমের নবীন কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশে নিজেদের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
আশা ব্যক্ত করে বক্তারা বলেন- এই দুই সংগঠন ঐক্যবদ্ধভাবে আরও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে রংপুরের সাংবাদিকতাকে একটি আরাদ্ধ স্থানে নিয়ে যাবে। এই উদ্যোগে রংপুরে কর্মরত যেকোন সংবাদকর্মী অংশ নিতে পারবেন বলেও জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন- রিপোর্টার্স ক্লাব রংপুর এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, রংপুর প্রেসক্লাবের সদ্স্য ফরহাদুজ্জামান ফারুক, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, বিএসএসফ রংপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শরিফা বেগম শিউলী, সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হোসাইন, কার্যকরী সদস্য মিজানুর রহমান বিপ্লব, রবিন চৌধুরী রাসেল, সাংবাদিক বর্ণালী জানান বর্ণাসহ রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর অন্যান্য সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, প্রতি সপ্তাহে স্ব স্ব মাধ্যমে প্রকাশিত রিপোর্টের লিঙ্ক “সেরা রিপোর্ট” গ্রুপ অথবা rcrrangpur@gmail.com -এ মাধ্যমে জমা দিয়ে প্রতিযোগীতায় অংশ নিতে পারেন রংপুরের সংবাদকর্মীরা। প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় জুরিবোর্ডের সদস্যরা পর্যালোচনা করে সেরা রিপোর্ট নির্বাচিত করবেন।
উল্লেখ্য, প্রতি শনিবার থেকে শুক্রবার দুপুর ১২ পর্যন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।