বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের যুমনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ২রা এপ্রিল বিকেলে মিঠাপুকুর উপজেলার মিলনপুর ও বড়বালা এলাকায় মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মিঠাপুকুর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে চলা যুমনেশ্বরী নদী থেকে বেশ কয়েকটি চক্র অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রি করে আসছিলো।
অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বালু উত্তোলন কার্যক্রমের সঙ্গে জড়িত রাজু মিয়া ও মোকছেদুল মোমিনকে ৫০ হাজার করে মোট ১ লাখ জরিমানা করা হয়।