বুধবার, ০৯ Jul ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের আর কাটিয়া গ্ৰামে ব্রীজের দক্ষিণ পার্শ্বে ইছামতী নদীতে থেকে নবজাতকের লাশ উদ্ধার করলেন এলাকাবাসী। এই ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে আর কাটিয়া গ্ৰামের ইছামতী নদীতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আরকাটিয়া গ্ৰামের ইছামতী নদীর ব্রীজের দক্ষিণ পার্শ্বে ইছামতী নদীতে এলাকাবাসী একটি বাজারের ব্যাগ ভেসে যেতে দেখে।
তখন এলাকাবাসী ব্যাগটি খুলে দেখ। একটি পুরাতন কাপড় দিয়ে মোড়ানো ব্যাগের ভিতর একটি ছেলে বাচ্চার লাশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকার অবস্থা সৃষ্টি হয়েছে। নবজাতকের লাশটি দেখতে এলাকাবাসী ভীর জমেছে।