রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট( বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সমতল ভূমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মান উন্নয়নে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ৩৪টি পরিবারের মাঝে বিনামূল্যে প্রতিজনকে ১টি করে বকনা বাসুর গরু বিনামূল্যে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রাণি সম্পদ অফিস চত্বরে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রেহানা খাতুন। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার সরলা রানী, বিশ্বজিৎ কর্মকার, লিটন কুমার ঘোষ, উপজেলা জাতীয় আদিবাসীর সভাপতি শ্রী স্বপন কর্ণিদাস।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদের ডাক্তার, অফিস সহকারী ও উপকার ভোগিগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩৪জন নারী-পুরুষ উপকার ভোগীদের প্রত্যেককে ১ করে বকনা গরু, ১০০ কেজি করে দানাদার খাদ্য, ৪০০ গ্ৰাম ভিটামিন ঔষধসহ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।