শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে গতকাল রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে রাজারহাট- তিস্তা সড়কে অদিতা সুধী কানন ফিলিং স্টেশন সংলগ্ন জায়গায় ৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চার্জার গার্ড উদ্ধার করেছে রাজারহাট থানা পুলিশ।
এ সময় রাজারহাট থানার টহল দলে ছিলেন এস. আই শরিফুল, ইসলাম, এসআই জহুরুল ইসলাম এএসআই রাফিউল আমিন সরকার ।
এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের টহল দলের সদস্য রাফিউল আমিন সরকার বলেন গতরাতে যথারীতি আমরা টহলের জন্য বাহির হই রবিবার আনুমানিক রাত ১১.৪৫ ঘটিকা এই ব্যাগটি রাস্তায় পড়ে থাকতে দেখি পরে সেই ব্যাগ থেকে ৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করি।
রাজারহাট থানার পুলিশ পরিদর্শক পবিত্র কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।