রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ভেজাল পণ্য, ধর্ষণ’সহ অপহরণ, মাদক কারবারি অস্ত্রধারীসহ ছিনতাইকারী অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক চৌকস দল অদ্য ৪ঠা ডিসেম্বর ২০২২ইং তারিখ রাত্রী আনুমানিক ২টা ১০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ছত্রাজিতপুর ইউনিয়নের কমলাকান্তিপুর গ্রামের (উত্তর পাড়া) কাদির প্রফেসরের জমি লিজকারী ধূত আসামী মোঃ সুজন আলী, পিতা- মৃত হুমায়ুন কবির এর মুরগীর খামারের টিনের ছাপড়া ঘরের ভিতরে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেত্রীত্বে সফল ভাবে পরিচালিত হয়।
অভিযান চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) কোপ দা- ১টি, (খ) চাকু- ১টি, (গ) মোটর সাইকেল- ১টি, (ঘ) মোবাইল ফোন- ৬টি উদ্ধার মূলে জব্দ করা হয়। এ সময় ছিনতাই দলের দলনেতা-সহ ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ সুজন আলী(২৭) (দলনেতা), পিতা- মৃতঃ হুমায়ুন কবির, মাতা- মোসাঃ সায়রা বেগম, সাং- কমলাকান্তিপুর, (কারোইপাড়া), ২। মোঃ সেলিম রেজা(৪০), পিতা- মৃতঃ নাসিম উদ্দিন, মাতা- মৃত রেহেনা বেগম, স্থায়ী ঠিকানা সাং- কল্যাণপুর ১নং ওয়ার্ড, এপি সাং- শাহীবাগ বালুগ্রাম, ৩। আব্দুল জলিল(৪০), পিতা- মতৃ নজরুল ইসলাম খোকা, মাতা- মৃতঃ জুলেখা বেগম, সাং- শংকরবাটি মোল্লাপাড়া, ৪। মোঃ মিজানুর রহমান(৩৫), পিতা- মোঃ তাজমুল হক, মাতা- মাসাঃ কোসবানু, সাং- কাড়াইপাড়া, সর্বথানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ দের গ্রেফতার করা হয়।
উল্লখ্য যে- বর্তমান সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়, চুরি, ছিনতাই, চাঁদাবাজি-সহ বিভিন্ন ধরনের অপরাধের প্রবনতা দিন-দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই প্রেক্ষিতে র্যাবের একটি গোয়ন্দা দল বর্নিত এলাকা হতে ছিনতাই এর প্রস্তুতিকালে ছিনতাই দলের দলনেতা’সহ ০৪ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
উপরাক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার ৪ঠা জানুয়ারী ২০২৩ইং ইং) র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয়- দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।