বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার বাবু, পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
আরও উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আনোয়ার হোসেন রাজেশ,জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এস এম জাকারিয়া হোসেন টুটুল, সহঃ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিরাজগঞ্জ সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাধারণ সম্পাদক তৌহিদ আলম, জেলা যুবদলের সহঃ সভাপতি মনিরুজ্জামান বাবু, সহঃ সাংগঠনিক সম্পাদক সোহেল আব্বাস, দপ্তর সম্পাদক মুসা, শহর যুবদলের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহঃ সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবিব উজ্জ্বল, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, জেলা ছাত্র দলের সহঃ সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক স্বপন, শহর ছাত্র দলের আহবায়ক সুমন ও যুবদল নেতা কাদের সহ জেলা বিএনপি ও যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।