শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ কাজিপুরে ৪৯তম জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল ১০ই সেপ্টেম্বর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৫ই সেপ্টম্বর থেকে শুরু হওয়া জাতীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে ফুটবলে মোট ৫৮টি দল অংশগ্রহণ করেন। ফুটবল ফাইনাল খেলায় মহিলা ফুটবলে বাংলাবাজার বালিকা বিদ্যালয় ১-০ গোলে আলমপুর এন এম উচ্চবিদ্যালয় হারায় এবং নাটুয়ার পাড়া উচ্চবিদ্যালয় আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়কে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজীত করে বিজয়ী হয়েছেন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বীজয়ীদের প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)এ বিএম আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম আরাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা গণ উপস্থিত ছিলেন। এছাড়া পুরুষ এবং মহিলাদের পৃথক ৪টি দলে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।