শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হসপিটাল পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব নুরে আলম।
গতকাল শনিবার সকালে বাগবাটী রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হসপিটাল পরিদর্শন করেন নুরে আলম। বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বলেন- জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা তৃণমুল পর্যায়ে জনগণের ভাগ্য পরিবর্তনে উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের স্বাবলম্বি ও সুশিক্ষায় গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি আরো বলেন- প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয় দেশের সম্পদ। এদেরকে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধ পরিকর।
প্রত্যান্ত গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত দৃষ্টি নন্দন বাগবাটী রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এবং থেরাপি হসপিটাল পরিদর্শনে প্রতিটি ক্লাসের কোমলমতি শিক্ষার্থীদের সাথে শিক্ষনীয় বিষয়ে কথা বলেন। প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপসচিব নুরে আলমকে দেশাত্ববোধক গান গেয়ে মুগ্ধ করেন।
বিদ্যালয় পরিদর্শন শেষে উপসচিব নুরে আলমকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য ও ভুমিদাতা রনজু আহমেদ। প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিবন্ধী পরিবারকে তার প্রতিবন্ধী সন্তানের কষ্টের বিষন্নতা থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন শিক্ষক শিক্ষিকার পরসে শিক্ষায় বিকশিত হচ্ছে কোমলমতি প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।
এ সময় প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা আবু হাসেম, বাগবাটী রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ইমরান হাসমী, বাগবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউসুব আলী, অত্র বিদ্যালয়ের সহসভাপতি হাসিনুর রহমান, সদস্য জুলফিকার হায়দার ফিরোজ, রায়েল তালুকদার, ইসমাইল সরকার, শিক্ষক প্রতিনিধি আমিনা খাতুন সুমীসহ রাজনৈতিক সামাজিক এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।