সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে শ্রেষ্ঠ কিন্ডারগার্টেন সোনামণি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায়-২০২২ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় স্টেডিয়াম মাঠে স্কুলের শিক্ষার্থী, অবিভাবকবৃন্দ, ও বহিরাগতদের নিয়ে একটি মনমুগ্ধকর ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কতৃপক্ষ। এসময় নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল বালক ও বালিকাদের জন্য পর্যায়ক্রমে পঞ্চাশ ও একশত মিটার দৌঁড়, চকলেট দৌঁড়, অংক দৌঁড়, মারবেল দৌঁড় ও মোরগ লড়াইয়ের মাধ্যমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী নির্বাচিত করা হয়।
এছাড়াও পুরুষ অবিভাবকদের জন্য দ্রুত হাঁটা, মহিলা অবিভাবকদের জন্য ফুটবল পাচার ও বহিরাগত দর্শকদের জন্য ধীরগতিতে মোটরসাইকেল চালানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত ক্রিড়া অনুষ্ঠানে স্কুলের পরিচালক ও প্রতিষ্ঠাতা আলি আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু)।
বিশেষ অতিথি ছিলেন- কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, গোলাম আজম। ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।