মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর ও ফরিদপুরে আজ সোমবার ২রা মে চলছে পবিত্র ঈদুল ফিতর উদযাপন।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়- বরিশালে আজ সোমবার ৫ হাজার পরিবার ঈদ পালন করেছে। সেখানকার সবগুলো মসজিদে সকাল নয়টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে এবং চাঁদপুরের ৪০টি গ্রামেও ঈদুল ফিতর পালিত হয়। সোমবার যারা ঈদ পালন করেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।
চাঁদপুরের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা জানিয়েছেন, তারা ৯৩ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে প্রায় ৪০টি গ্রামে ঈদ উদযাপন করে থাকেন। সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ পালন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম। এ ছাড়াও চাঁদপুরের পাশের নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগেই ঈদ উদযাপন করেন।
চট্টগ্রামের চন্দনাইশের পশ্চিম এলাহাবাদ, কাঞ্চননগর, মাইজপাড়া, জুনিঘোনা, আব্বাসপাড়া, দিঘিরপাড়া, কাঞ্চননগর স্টেশন, কেন্দুয়ারপাড়া, মাঝেরপাড়া, দক্ষিণ কাঞ্চননগর, সৈয়দাবাদ, খুনিয়ারপাড়া, হাশিমপুর, কেশুয়া, সাতবাড়িয়া, মোহাম্মদপুর, হারালা, বাইনজুড়ি, বরকল, বরমা, চৌধুরীপাড়া, কসাইপাড়া, ফকিরপাড়া, পটিয়ার মল্লাপাড়া, হাইদগাঁও, শ্রীমাই, কাগজিপাড়া, বিনানীহারা, শান্তিরহাট, কালারপুল, শিকলবাহা, চরকানাই, বাঁশখালীর জলদি, কালিপুর, গুনাগড়ি, গন্ডামারার মিঞ্জিরিতলা, সনুয়া, সাধনপুর, আনোয়ারার তৈলার দ্বীপ, বাথুয়া, বারখাইন, বোয়ালখালীর চরণদ্বীপ, খরনদ্বীপ, লোহাগাড়ার আমিরাবাদ, চুনতি, বরহাতিয়া, পুটিবিলা, উত্তর সুখছড়ি, আদুনগর, সাতকানিয়ার মির্জাখিল, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাঠিয়াডাঙ্গা, পুরাণগর, মলেয়াবাদ, রাঙ্গুনিয়ার পদুয়া, খুরুশিয়া গ্রাম। এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, মিরসরাই, হাটহাজারী, উখিয়া, বান্দরবান, আলীকদম এলাকায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি মোঃ ইস্রাফিল মোল্লা জানান- রূপাপাত ও শেখর ইউনিয়নের ১০ গ্রামের মানুষ সোমবার ঈদুল ফিতর পালন করবেন। দীর্ঘদিন ধরে এসব গ্রামের কিছু মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে দুই ঈদ পালন করে আসছেন।
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজি বাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ কমিটির সভাপতি আমীর হোসেন জানান- ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার সোমবার ঈদ পালন করেন।
এদিকে মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মতি মিয়া মনছুর গণমাধ্যম কর্মীদের বলেন- হানাফি মাজহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বদিকের দেশগুলোর চাঁদ দেখা বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের অবস্থান জ্ঞাত হয়ে মক্কা ও মদিনা শরিফে তথা আরব বিশ্বে চাঁদ দেখার খবর পেয়ে সোমবার ঈদুল ফিতর উদ্যাপন করছি।