বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
বগুড়ায় আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরি মামলার আসামি হাতকড়া খুলে পালিয়েছেন। রবিবার ২১শে মে দুপুর আড়াইটার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আসামি চঞ্চল ইলিয়াস ইমরান বগুড়া সদর উপজেলার নওদাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার।
তিনি জানান- ইলিয়াসকে মোটরসাইকেল চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে শনিবার বিকেলে গাবতলির চোকবোজাই থেকে গ্রেফতার করা হয়েছিল। দুপুরে তাকে বগুড়া গাবতলি আমলী আদালতে হাজির করার জন্য আনা হয়। আদালত প্রাঙ্গণে গাড়ি থামলে কৌশলে ইলিয়াস হাতকড়া খুলে পালিয়ে যান।
তিনি আরও জানান- এ ঘটনায় ইলিয়াসকে গ্রেফতারে চেষ্টা চলছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের হবে৷