বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট ও মৎস্য জীবিদের নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।
শনিবার ব্রহ্মপুত্র ও ধরলা উপত্যকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় সহ মৎস্য বিভাগ ও পুলিশ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় বেশ কয়েকটি অবৈধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল সহ কয়েকটি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং উদ্ধারকৃত মাছ একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
উল্লেখ্য- গত ৭ই অক্টোবর থেকে শুরু হয়েছে সারাদেশে ইলিশ মাছ সংরক্ষণ অভিযান। চলবে আগামী ২৮শে অক্টোবর পর্যন্ত। সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ এবং সব ধরনের বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারী করা হয়েছে।
এছাড়াও এই আইন অমান্যকারীদের কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৭ই অক্টোবর থেকে জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজার ও নদীতে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।