সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী আর্মি, বিজিবি, কোস্ট গার্ড, র্যাব’সহ বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বাগেরহাটের মোংলায় বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ১৪ই জুলাই ২০২২ইং দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি সাংবাদিকদের এই তথ্যটি জানান।
অভিযানে আটককৃত আসামীরা হলো- মোঃ মুন্না তালুকদার(২২), মোঃ মোবারেক খাঁ(৩০), মোঃ শামসু ব্যাপারী(৩০), মোঃ আনসার খাঁ(৪০), মোঃ হারুন আর রশীদ(৪৫), মোঃ ইমামুল ব্যাপারী(২৩), মোঃ শাওন(১২)।
খন্দকার মুনিফ তকি জানান- গত মঙ্গলবার রাত সাড়ে ১১ ঘটিকার দিকে বন্দরের বোর পয়েন্টে নোঙ্গররত এমভি ব্লু মার্লিন শিপে ডাকাতির চেষ্টা করে কয়েকজন যুবক। বিষয়টি কোস্ট গার্ডকে জানালে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের সঙ্গে থাকা নৌকা তল্লাশি করে যথাক্রমে, চাপাতি, দা, কুঠার, অতিরিক্ত ব্লেডসহ করাত ইত্যাদি, দড়ি কাটার সরঞ্জাম, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক থানায় হস্তান্তর করা হয়।