শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরীর খুলশি এলাকায় অবস্থিত ফিউশন ক্যাফে নামে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ কর্মচারী আহত হয়েছেন।
আজ সোমবার সকাল পৌণে ১১টার দিকে খুলশী হলি ক্রিসেন্টের পাশের গলি ফিউশন ক্যাফে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।আহত ৩ কর্মচারী হলেন-মোঃ কাশেম(১৭) নূর হোসাইন(২০) মুবিনূল হক(২২)।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।সিএমপির খুলশী থানার ওসি সন্তুষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন- একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে ৩ কর্মচারী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
বিস্ফোরণের কারণে আগুনে তাদের শরীর বিভিন্ন স্থানে ঝলসে গেছে। বিস্ফোরেণের কারণ অনুসন্ধ্যানে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে কাজ করছে।ঘটনার বিষয়ে জানতে ফিউশন ক্যাফে নামে ওই হোটেলের ম্যানেজার মোঃ গুলজারের মোবাইল ফোনে কল দিয়েও তার সাড়া পাওয়া যায়নি।