শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
৭১সসংবাদ২৪.কম- ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়াম মাঠে চারদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার বিকাল ৪ঃ৩০ টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম সেবা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার প্রমুখ।
জানা গেছে, মেলায় ৭০ জনের মতো নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতা ও জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে এই মেলার আয়োজনে করা হয়।