শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
জাতীয় ছাত্র সমাজের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ছাত্র সমাজের বর্তমান সাধারণ সম্পাদক আল মামুনকে সভাপতি এবং আশারাফুল ইসলাম (আঁশারাফ খানকে) সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ২৯শে নভেম্বর (মঙ্গলবার) দ্বিবার্ষিক কেন্দ্রীয় সম্মেলন শেষে বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান এই কমিটি ঘোষণা দেন।
আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। জাতীয় পার্টির অফিশিয়াল প্যাডে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি আল মামুন বলেন- অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ স্যারের সুযোগ্য ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপির নির্দেশনায় প্রাণান্ত কাজ করব।