রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
জনশুমারি ও গৃহগণনা ২০২২ইং উপলক্ষে শিবচরে স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়- “জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ১৫-২১শে জুন পর্যন্ত সারাদেশে দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে। জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে মঙ্গলবার সকালে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টা হিসেবে শিবচর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত প্রমূখ উপস্থিত ছিলেন।