রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্যাটারী চালিত ভ্যানে মাদক পরিবহন কালে আটক ১ পিকআপে মাদক পরিবহনকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদিকের পিতার মৃত্যুতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের শোক ধুনটে জাতীয় প্রবাসী দিবস উদযাপনে আলোচনা সভা রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু সম্প্রীতির দেশ গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান রংপুরে ইসলামী আন্দেলনের গণ সমাবেশ কিশোরগঞ্জে বিলুপ্ত উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবি ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে প্রাক-বড়দিন উদযাপন নবম বারের মতো শিক্ষক পরিষদের সম্পাদক হলেন প্রফেসর আজাদ ফুলবাড়ীতে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সোনালী সকাল ও সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ সম্পন্ন থানচিতে মহান বিজয় দিবস পালন জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন বিজয় দিবসে রাজশাহী জেলা পরিষদের শ্রদ্ধা জ্ঞাপন বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগর জামায়াতের আলোচনা সভা লক্ষ্মীপুরে ইউএনও অপসারণের দাবীতে বৈষম্যের মানববন্ধন নড়াইলে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

জমি নিয়ে বিরোধ ফুলবাড়ীতে নারীসহ আহত ৪

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলা ও মারপিটে ২ নারী সহ ৪জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তিকরা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলাদিপুর গ্রামের শাহাদৎ আলীর ছেলে আজিজুল ইসলাম(৪০) একই গ্রামের আবু সাইদ (৬০), আবু সাইদের স্ত্রী আরজিনা বেগম (৫০), আতিয়ার রহমানের স্ত্রী শাহারা খাতুন(৫০)। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান।

এ ঘটনায় ওই দিন সকালেই আহত আজিজুল ইসলামের ভগ্নিপতি গোলাম মোস্তফা বাদি হয়ে হামলাকারী ৯ জনকে বিবাদি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকজন হামলাকারীকে আটক করলেও, পরবর্তিতে তাদের ছেড়ে দেয়ার অভিযোগ করেন অভিযোগকারী গোলাম মোস্তফা ও আহত আজিজুল ইসলাম। তবে পুলিশ বলছে আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে তাদের আটক করা হয়েছিল, পরে কোন রকম দ্বন্দে জড়াবেনা মর্মে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি মৌজার ১৫৪নং দাগের ৩০শতক জমি নিয়ে আলাদিপুর গ্রামের শাহাদৎ আলীর ছেলে আজিজুল ইসলাম এর সাথে একই গ্রামের সহিদুর রহমান ও তার স্ত্রী মনোয়ারা বেগমের বিরোধ চলে আসছিল। সহিদুর রহমান ও মানোয়ারা বেগম সহকারী কমিশনার ভ‚মি আদালতে পরাজিত হয়ে তারা দেওয়ানি মামলা করে।

সেই মামলায় পরাজয় বুঝতে পেরে, বৃহস্পতিবার সকাল ৯টায় আজিজুলের দখলিয় জমিতে গিয়ে, বিবাদি সহিদুর রহমানের ছেলে আতিকুর রহমান (৩০), সহিদুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম(৫৮) সহ বেশ কয়েকজন দলবদ্ধ হয়ে ওই জমিতে বেড়া দিয়ে ঘেরা শুরু করে। এ সময় আজিজুল ইসলাম বাঁধা দিতে গেলে বিবাদিরা তাকেসহ তার স্ত্রী মোতাজিনা ও তাদের আত্মীয় স্বজনদেরকেও মারপিট করে আহত করে। আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন সকালেই আহত আজিজুল ইসলামের ভগ্নিপতি বলিহারপুর গ্রামের জান্নার আলীর ছেলে গোলাম মোস্তফা বাদি হয়ে হামলাকারী ৯জনকে বিবাদি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন, মারপিটের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বড় রকমের সংর্ঘষ হওয়ার পূর্বেই উভায়পক্ষকে ছত্রভঙ্গ করা দেয়। এসময় আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছিল, পরে মুছলেখার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com