বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক অনূর্ধ্ব-১৭ খেলার শুভ উদ্বোধন হয় করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে
শনিবার ১০ই জুন বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর খেলার শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।
এসময়ে সদর উপজেলার সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এস. এম. রকিবুল, হাসান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী আব্দুল মজিদ, জেলা ফুটবল দলের কোচ রেজাউল করিম দিলীপ, সাবেক কৃতি ফুটবলার শফিকুল ইসলাম প্রিন্স, সেলিম রেজা, হাসান শফিক কল্লোল, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় কাওয়াকোলা ইউনিয়ন ১-০ গোলে শিয়ালকোল ইউনিয়নকে পরাজিত করে। উল্লেখ্য, সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন উপজেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করছে। খেলা পরিচালনা করেন আবু হানিফ, আজমহর আলী, রেজাউল করিম খোকন ও হাফিজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন ও খেলার ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।