রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ, তবুও দাম ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ মাছ তিন রকমের বাছাই করে প্যাকেটজাত করে বড় এবং মাঝারি ধরনের ইলিশ রাজধানী ঢাকার দিকে চালান করে দেয়া হচ্ছে।
মাছ বাজারে ২ কেজি ১২ গ্রাম ওজনের একটি ইলিশের দাম ৯ হাজার টাকা হাঁকা হলেও পরে সেটি ৩৫০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি লক্ষ্মীপুরের স্থানীয় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। গত শনিবার মেঘনা নদীর বাত্তির খাল এলাকার জেলে রাজু আহম্মেদের বৈধ জালে ইলিশটি ধরা পড়েছে বলে জানান আড়তদার ও ব্যবসায়ীরা।
এ দিকে জেলার রামগতি, কমলনগর, রায়পুর ও সদরের জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ট্রলার বোঝাই মাছ নিয়ে ফিরছেন জেলেরা। তবে এসব ইলিশ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। মাছের ঘাটে একের পর এক ট্রলার ভিড়তে দেখা যাচ্ছে। ট্রলারের খোন্দল (ইলিশ সংরক্ষণের কোটর) থেকে ঝাঁপি বোঝাই করে ইলিশ বিক্রির জন্য স্তূপ করে রাখছেন ঘাট শ্রমিকেরা।
জেলেরা জানান, নিষেধাজ্ঞার পরপরই সাগরে ইলিশ ধরা পড়ায় দারুণ খুশি তারা। ইলিশ দেখে স্বস্তি ফিরেছে মৎস্য ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞা শেষে পরবর্তী এক সপ্তাহে সামুদ্রিক মাছ বিক্রি হয়েছে। যার মধ্যে প্রায় ৭০ টন ইলিশ।
ক্রেতা সজীব হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর বেশ ভালোই মাছ পাওয়া যাচ্ছে বলে কিনতে এসেছি। কিন্তু এখানে এসে ইলিশে হাত দেয়া যাচ্ছে না। এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম চায় ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম নিচ্ছে এক হাজার টাকা। একটু ছোট ইলিশের দাম চায় কেজিপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা। কিভাবে ইলিশ কিনবো ?
মাঝি মনির হোসেন বলেন, নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগরে মাছ শিকারে যাই। কিন্তু গভীর সাগরে না গিয়ে মাত্র চার ঘণ্টা ট্রলার চালিয়ে জাল ফেলতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে ইলিশ। তাও আবার আকারে অনেক বড়। কয়েক ঘন্টা মাছ শিকারের পর পাঁচ হাজার ইলিশ নিয়ে দ্রুত ঘাটে ফিরেছি।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান বলেন, ঢাকাসহ অন্যান্য জেলায় ইলিশের চাহিদা রয়েছে। তাই বাড়তি দামে ইলিশ কিনে দ্রুত তা প্যাকেটজাত করে গাড়িতে তুলে দিচ্ছি। আশা করি ভালো একটা দাম পাব।
শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, আমরা কষ্ট করে নিষেধাজ্ঞা পালন করলেও এখন সুফল ভোগ করছি সবাই মিলে। এ রকম ইলিশ পেলে আমাদের ক্ষতি কাটাতে সমর্থ হবো।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম অ আ আবীর আকাশকে বলেন, এ বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলেরা কম মাছ ধরলেও নদীতে মাঝে মাঝে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। গত বছরের তুলনায় ইলিশ উৎপাদন বেড়েছে। জেলেদের জীবনমানের উন্নতি হচ্ছে। ইলিশ মাছের ব্যাপক চাহিদা থাকায় দাম তুলনামূলক ভালো। মাছের দাম বেশি থাকায় জেলেরা মোটামুটি লাভবান হচ্ছেন।