শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
“সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ৭ই এপ্রিল সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারী।
এসময় আরো বক্তব্য রাখেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়, ডোমার ল্যাম্ব প্ল্যান স্কোর প্রজেক্টের টেকনিক্যাল কো-অর্ডিনেটর বিশ্বজিৎ সাংমা, উপজেলা জানো প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফবৃন্দ ও অন্যান্য কর্মচারীবৃন্দ। এছাড়া ও এনজিও জানো প্রকল্প ও ল্যাম্ব এর প্রতিনিধিগণ উপস্থিত থেকে দিবস পালনে অংশ নেয়।