শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৬শে এপ্রিল সকালে নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে ডোমারের ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস্ চেয়ারম্যান রৌশন কানিজ, উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরন নবী, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার সোনারায় খাটুরিয়া ও বোড়াগাড়ী পারঘাট এলাকার ৮০টি উপকারভোগী পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।