শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
শুভ নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দ
বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে তারাগঞ্জবাসিকে শুভেচ্ছা জানিয়েছেন তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ছিদ্দিকুুল ইসলাম। রবিবার (১৪ এপ্রিল)-২০২৪ইং সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ।
এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলাবাসির পারিবারিক ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্রীয় কল্যাণে আইন শৃঙ্খলা উন্নতির ধারা অব্যাহত রাখতে সবাইকে পুলিশ ও প্রশাসনের পাশে থেকে সহযোগীতা কমনা করেন এবং উপজেলাধীন সবাইকে অতীতের সব দুঃখ ব্যথা ভুলে গিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে এক সাথে কাজ করার আহ্বান জানান। তিনি নববর্ষ বরণ উপলক্ষে উৎসবমুখর সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান- “শুভ নববর্ষ”।
তিনি বলেন, পহেলা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন যা সর্বজনীন উৎসব ও আনন্দ উচ্ছ্বাসের দিন। আনন্দঘন পরিবেশে বাঙালি জাতির চির ঐতিহ্যের বিভিন্ন উৎসবের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে।
বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অতীত, বিগত সময়ের ন্যায় দেশের সর্বত্রই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে উঠুক নব উদ্যোমে, দেশ প্রেমের অঙ্গীকার নিয়ে সৌহার্দ্য, আনন্দ ও ভালোবাসার মেলবন্ধনে।
শুভেচ্ছান্তে,
মোঃ ছিদ্দিকুল ইসলাম
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ
তারাগঞ্জ, রংপুর।