রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা” এই প্রতিপাদ্যে বান্দরবানের থানচিতে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাঃ আবুল মনসুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ইমদাদুল হক, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমুখ।
এছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।