শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
এন.সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধি.
কুমিল্লার লাকসামে অবস্থিত আশরাফ নগর দরবারে চাঁদপুরী শাহ(র.) (দোগাইয়া চাঁদপুর দরবার শরীফ) এর নতুন মোতাওয়াল্লী হলেন সৈয়দ মনজুর-উল-আলম চাঁদপুরী।
জানা যায়, মৌলভী হাজী মোহাম্মদ আলী আশরাফ চাঁদপুরী ওয়াকফ এস্টেট (ইসি নং ১৭৮৪৬) লাকসাম, কুমিল্লা এর মোতোয়াল্লী সৈয়দ রেজাউল হক চাঁদপুরী নানা কারণে স্থানীয় বিক্ষুব্ধ জনতার ভয়ে এলাকার ছেড়ে পালিয়ে যায় যার কারনে এস্টেটটি অরক্ষিত অবস্থায় পতিত হয়। এমতাবস্থায় সর্বসাধারণের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ প্রশাসক গত ২৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সৈয়দ মোহাম্মদ মনজুর-উল- আলম কে আগামী তিন বছরের জন্য স্টেটের অফিসীয়াল মোতোওয়াল্লী হিসেবে নিয়োগ প্রদান করেন।
এ বিষয়ে অনুভূতি জানতে চাইলে দোগাইয়া চাঁদপুর দরবার শরীফের বর্তমান মোতোওয়াল্লী সৈয়দ মনজুর উল-আলম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঐতিহ্যবাহী এই দরবার শরীফের দায়িত্ব প্রদান করায় আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, বিস্তীর্ণ ওয়াকফ এস্টেট ও চাঁদপুরী শাহ্ দরবার শরীফের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা হযরত আশরাফ আলী চাঁদপুরী শাহ্ (রহ্.) এর পূর্ব পুরুষের আগমন সুদূর মক্কা শরীফের নিকটবর্তী ঐতিহাসিক তায়েফ নগরী থেকে। ইসলাম ধর্ম প্রচারনার কাজে ১১৭৮ খ্রিস্টাব্দে সেখান থেকেই বাংলাদেশ আগমন করেন হযরত বাবা আদম শহীদ (রহ.)।
উক্ত বছরেই তিনি মুসলিমদের প্রতি অত্যাচারী তদানীন্তন বাংলার শাসক বল্লাল সেনের বিরুদ্ধে অবতীর্ণ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। মুন্সীগঞ্জের ধলেশ্বরীর তীরে মিরকাদিমে তাকে সমাহিত করা হয়। তাঁর তিরোধানের ৩১৯ বছর পর তার সমাধির পাশেই নির্মিত হয় বাংলার স্থাপত্য কলায় সমৃদ্ধ মসজিদ।পরবর্তীতে তাদের বংশধরারাই ইসলাম প্রচার করার উদ্দেশ্যে এই এলাকায় বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার করেন।
মতোওয়াল্লী সমিতি বাংলাদেশ এর বৃহত্তর কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহমদ খান এক বিবৃতিতে সৈয়দ মনজুর-আল-আলম কে অভিনন্দন জানান এবং মোতোওয়াল্লী হিসেবে প্রশাসকের দেওয়া শর্তসমূহ নিষ্ঠা ও সৎভাবে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যক্ষ কাজী বেলাল আহমদ খান বলেন, বিজ্ঞ প্রশাসকের আন্তরিক সহযোগিতা পেলে মোতোওয়াল্লি সমিতির সমন্বিত উদ্যোগে ওয়াকফ প্রতিষ্ঠানগুলোকে সরকারের একটি নির্ভরযোগ্য অর্থের উৎস হিসেবে আমরা দাঁড় করাতে পারবো।