বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের সহধর্মীনীর রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি.আই.এম. নুরুন্নবী তারিকের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহঃ সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রভাষক ফরিদুল ইসলাম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবদীন খান, দপ্তর সম্পাদক আফসার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, সাবেক সদস্য ইমরুল কায়ুম সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা এম,এ , তারেক হেলাল, আলেফ বাদশা, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাজনিন নাহার, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, নিম গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহানসহ সহযোগী সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।